যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (৫ জুন) ১০ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

জার্নাল ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (৫ জুন) ১০ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। শুক্রবার সংস্থাটির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য  শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে, তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টান পাড়া, তেজগাঁও হোটেল এলাকা, কাঠালবাগান এলাকা, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

একইসঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162187/যেসব-এলাকায়-১০-ঘণ্টা-গ্যাস-থাকবে-না-আজ