মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন
সোমবার, ৭ জুন, ২০২১
মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন
আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।
বাংলাদেশ
জার্নাল ডেস্কমহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বস্তির বাসিন্দারা জানিয়েছেন, রোববার দিবাগত রাত ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।
বস্তির বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এ পর্যন্ত অন্তত ২০০-২৫০টি ঘর পুড়ে গেছে। পুরো বস্তিতে কাঠ ও টিনশেডের ঘর।
বাংলাদেশ জার্নাল/টিআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162473/মহাখালীর-সাততলা-বস্তিতে-ভয়াবহ-আগুন