শত্রুতায় কাটা গেলো এক হাজার কলাগাছ
শত্রুতায় কাটা গেলো এক হাজার কলাগাছ
কুষ্টিয়ার ভেড়ামারায় রবিউল ইসলাম নামের এক বর্গাচাষীর জমির প্রায় এক হাজার কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ...
কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়ার ভেড়ামারায় রবিউল ইসলাম নামের এক বর্গাচাষীর জমির প্রায় এক হাজার কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার সকালে রবিউল ইসলাম তার জমিতে গিয়ে দেখেন তার জমির সব কলাগাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী ওই কৃষক জানান, ২০১৭ সালে উপজেলার মুন্সিপাড়া এলাকার হেদায়েত উল্লাহ কাজলের কাছ থেকে উক্ত জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে পুকুর কেটে মাছ চাষের পাশাপাশি পুকুরের দুইপাশ দিয়ে কলাগাছের বাগান করেন তিনি।
রবিউল ইসলাম বলেন, কিন্তু লিজের ৪ বছরের মাথায় বৃহস্পতিবার সকালে হঠাৎ করে আমাকে জমি থেকে উৎখাতের উদ্দেশে হেদায়েত উল্লার ছেলে শুভ কয়েকজনকে সাথে নিয়ে এসে লাগোনো প্রায় ১হাজার কলা গাছ কেটে ফেলে দেয় এবং আমাকে ওই জমিতে না যাওয়ার জন্য হুমকি দেয়। এতে করে আমার ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানার এস আই মো: মনিরুজ্জামান বলেন, কৃষক রবিউল ইসলামের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দ্রুতই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন- গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫টি দোকান
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162048/শত্রুতায়-কাটা-গেলো-এক-হাজার-কলাগাছ