নতুন কমিটি ঘোষণা করলো জবি নীলদল
নতুন কমিটি ঘোষণা করলো জবি নীলদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে...
জবি প্রতিনিধিজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো:আবুল হোসেন সভাপতি ও ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো:কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডঃ মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১১ সদস্যের কমিটির অন্যরা হলেন- অধ্যাপক ড. মো.ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের, সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক,সহকারি অধ্যাপক মো: হাসান মফিজুর রহমান , সহকারী অধ্যাপক বুশরা জাহান, সহকারী অধ্যাপক তপন কুমার এবং সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।
নবগঠিত কমিটর সভাপতি অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আমরা এগিয়ে যেতে চাই। শিক্ষাব্যাবস্থার উন্নতি ঘটিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকদের সংগঠন এটি। আমরা বঙ্গবন্ধু স্কলারশিপ চালুর ব্যবস্থা করব। প্রশাসনের সাথে পরামশ করে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।
আরও পড়ুন- বিশ্ব র্যাংকিংয়ে দেশের ৪ বিশ্ববিদ্যালয়
পাঠদানের অনুমতি হারাল যে শিক্ষাপ্রতিষ্ঠান
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/campus/162843/নতুন-কমিটি-ঘোষণা-করলো-জবি-নীলদল