বগুড়ায় কলার বাগানে গাঁজা চাষ

বগুড়ায় কলার বাগানে গাঁজা চাষ

বগুড়ায় কলার বাগানে গাঁজা চাষ

বগুড়ার শিবগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ চাষী জান্নাতুল নায়েম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ চাষী জান্নাতুল নায়েম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জান্নাতুল নায়েম উপজেলার উথলী পশ্চিমপাড়া গ্রামের মৃত বনজের আলীর ছেলে।

জানা যায়, শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে উথলী গ্রামে অভিযান চালিয়ে কলা বাগান থেকে একটি গাঁজার গাছসহ নায়েমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নায়েম প্রতিদিন ওই কলাবাগানে মাদক সেবন করতো। সে গোপনে কলা বাগানের ভিতর গাঁজার গাছ লাগিয়ে দেখাশোনা করে আসছিল। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে পুলিশে জানায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজার গাছসহ চাষীকে গ্রেপ্তার করে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত গাজাঁ চাষীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/টিআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162464/বগুড়ায়-কলার-বাগানে-গাঁজা-চাষ