যুবকের মরদেহ উদ্ধার, পাশেই কীটনাশক ও চিরকুট

যুবকের মরদেহ উদ্ধার, পাশেই কীটনাশক ও চিরকুট

যুবকের মরদেহ উদ্ধার, পাশেই কীটনাশক ও চিরকুট

চট্টগ্রাম নগরীর সিআরবি কাঠের বাংলোর পেছন থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পাশে কীটনাশকের...

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর সিআরবি কাঠের বাংলোর পেছন থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পাশে কীটনাশকের বোতল ও ব্যাগে সুইসাইড নোট পাওয়া যায়।

মঙ্গলবার বিকেলে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম অমিত চৌধুরী (২৩)। তার বাড়ি পটিয়া উপজেলার বাতুয়া ইউনিয়নে। তিনি পটিয়া কলেজের ছাত্র বলে জানতে পেরেছে পুলিশ।

ওসি নেজাম উদ্দীন বলেন, সিআরবি কাঠের বাংলোতে যাওয়ার পথে পাশের সড়ক রক্ষা গার্ডারের ওপর অনিক শুয়েছিল। তার দেহে প্রাণস্পন্দন ছিল না। তার মৃতদেহের পাশে বিষের বোতল পাওয়া গিয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি আমরা তদন্ত করে দেখছি। গোয়েন্দা পুলিশ, পিবিআই ও সিআইডির সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, মরদেহের পাশে থাকা একটি ব্যাগে চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা হয়েছে, তার বাঁচার কোন ইচ্ছে নেই। চিঠিতে সবার কাছে ক্ষমা চাওয়া হয় এবং মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে জানানো হয়। লেখাগুলো অমিতের কি না তা যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন- জরুরি সেবায় ফোন, বাঁচালো মা-সন্তান

পাহাড় ধসে মৃত্যু ঠেকাতে স্থায়ী সমাধানের আশ্বাস

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162718/যুবকের-মরদেহ-উদ্ধার-পাশেই-কীটনাশক-ও-চিরকুট