ডব্লিউএইচও’র অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা

ডব্লিউএইচও’র অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা

ডব্লিউএইচও’র অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা

চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা...

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া চীনের তৈরি দ্বিতীয় টিকা।

মঙ্গলবার ডব্লিউএইচও টিকাটি অনুমোদন করার কথা জানিয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার অর্থ হলো– টিকাটি নিরাপত্তা, কার্যকারিতা ও প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে।

১৮ বছরের বেশি বয়সীদের দুই ডোজের এই টিকা দেওয়া হয়। প্রথম ডোজের চার সপ্তাহ পর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে থাকে।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে সিনোভ্যাকের টিকা। চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি জানিয়েছে, তারা মে মাসের শেষ নাগাদ দেশে-বিদেশে এই টিকার ৬০ কোটিরও বেশি ডোজ সরবরাহ করেছে এবং ৪৩ কোটি ডোজ এরই মধ্যে মানুষকে দেওয়া হয়েছে।

এর আগে ডব্লিউএইচও’র ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ’ (এসএজিই) জানিয়েছিল এক পর্যালোচনা প্রতিবেদনে জানিয়েছিল, বিভিন্ন দেশে এই টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে টিকাটি ৫১ শতাংশ থেকে ৮৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত মে চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি দুটি টিকার মধ্যে বিবিআইবিপি-করভি (BBIBP-CorV) জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও।

আরও পড়ুন- মানবদেহে বার্ড ফ্লু, শনাক্ত সেই চীনেই

ভারতের টিকা রপ্তানি নিষিদ্ধে মারাত্মক ঝুঁকিতে ৯১ দেশ

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/161786/ডব্লিউএইচওর-অনুমোদন-পেল-সিনোভ্যাকের-টিকা