ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় রেলওয়ের স্টাফ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় রেলওয়ের স্টাফ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় রেলওয়ের স্টাফ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় কিসমত মিয়া (৪০) নামের এক অটোরিকশার যাত্রী নিহত...

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় কিসমত মিয়া (৪০) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন কালিপদ (৩০) ও কাউসার (৩৫)।

মঙ্গলবার রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিসমত মিয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত আইনাল মিয়ার ছেলে। তিনি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যান পদে বদলি হয়ে গেছেন।

জানা গেছে, আখাউড়া থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। ওই অটোরিকশাটি দিয়ে কিসমত মিয়াসহ আরও কয়েকজন যাত্রী আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন।

পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে কিসমত মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

আরও পড়ুন- কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নাটোরে পাট ক্ষেতে মিললো অজ্ঞাত নারীর লাশ

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161788/ব্রাহ্মণবাড়িয়ায়-ট্রাকচাপায়-রেলওয়ের-স্টাফ-নিহত