রাজশাহীতে সর্বাত্মক লকডাউন, ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীতে সর্বাত্মক লকডাউন, ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীতে সর্বাত্মক লকডাউন, ট্রেন চলাচল বন্ধ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী মহানগরীতে শুক্রবার (১১ জুন) থেকে বৃহস্পতিবার (১৭ জুন) পর্যন্ত সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে...

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী মহানগরীতে শুক্রবার (১১ জুন)  থেকে বৃহস্পতিবার (১৭ জুন) পর্যন্ত সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর বৃহস্পতিবার রাতে লকডাউন ঘোষণা করেন।

এই ঘোষণার পর শুক্রবার মধ্যরাত থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল এক সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ জুন) পর্যন্ত রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধ থাকবে। তবে আম পরিবহনের জন্য চালু করা বিশেষ ট্রেন চালু থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় থেকে পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জারি করা আদেশে বলা হয়েছে, লকডাউল চলাকালে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল, দোকান রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে ওষুধ, কাঁচাবাজার, চিকিৎসাসেবা, মরদেহ দাফন ও সৎকারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান এ বিধিনিষেধের বাইরে থাকবে।

বিধিনিষেধ চলাকালীন বাস-ট্রেনসহ কোনো প্রকার যানবাহন রাজশাহী নগরীতে প্রবেশ করবে না এবং রাজশাহী নগর থেকে বাইরে যেতে পারবে না। তবে আমসহ অন্যান্য কৃষিপণ্য, খাদ্যসামগ্রীবাহী পরিবহন, রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবাদানকারী পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জনসমাবেশ হয়, এ ধরনের সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। এছাড়া সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে আদেশে।

আরও পড়ুন- সাতক্ষীরায় লকডাউন বাড়ল আরো এক সপ্তাহ

চলতি মাসের সর্বোচ্চ সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162941/রাজশাহীতে-সর্বাত্মক-লকডাউন-ট্রেন-চলাচল-বন্ধ