হাতকড়া নিয়ে পালানো আসামি গ্রেপ্তার
মঙ্গলবার, ১ জুন, ২০২১
হাতকড়া নিয়ে পালানো আসামি গ্রেপ্তার
নেত্রকোনার মদন উপজেলা থেকে নেত্রকোনা আদালতে নেয়ার পথে হাতকড়া নিয়ে পfলানো আসামি পলাশকে (১৮) গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। সোমবার দিনগত রাত...
বাংলাদেশ
নেত্রকোনা প্রতিনিধিনেত্রকোনার মদন উপজেলা থেকে নেত্রকোনা আদালতে নেয়ার পথে হাতকড়া নিয়ে পfলানো আসামি পলাশকে (১৮) গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। সোমবার দিনগত রাত পৌনে ১১টার দিকে জেলার কেন্দুয়া উপজেলা থেকে তাকে আটক করা হয়।
মদন থানার ওসি ফেরদৌস আলম রাতেই স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। পলাশ কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত রোববার বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া এলাকা থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে মদন থানা হেফাজতে দেয় স্থানীয়রা। তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার (৩১ মে) দুপুরে সিএনজি যোগে নেত্রকোনা আদালতের উদ্দেশ্যে রওনা দেয় মদন থানার পুলিশ।
মুষলধারে বৃষ্টিতে পথের মধ্যে উপজেলার মদন বাজার এলাকায় সিএনজি আসলে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যায় পলাশ।
বাংলাদেশ জার্নাল/এনকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161686/হাতকড়া-নিয়ে-পালানো-আসামি-গ্রেপ্তার