দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় দুই প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের একজন করোনায় ও অপরজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 

তাদের মধ্যে করোনায় আক্রান্ত মোহাম্মদ সোহেল স্থানীয় সময় রোববার (৬ জুন) জোহানেসবার্গের ক্রুগার্সডর্প হাসপাতালে মৃত্যুবরণ করেন। শনিবার (২৯ মে) তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছিল। তার বাড়ি নোয়াখালীর সদর উপজেলায়।

পরে সোমবার (৭ জুন) সকাল ১০টায় প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়দের উপস্থিতিতে জোহান্সেনবার্গের লেনেসিয়ার এভলন মুসলিম কবরস্থানে সোহেলের জানাজা শেষে দাফন করা হয়েছে।

এদিকে, সোমবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের মালালাইন এলাকায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মনির আহম্মেদ নামে অপর এক বাংলাদেশি মৃত্যুবরণ করেন। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর গ্রামে।

আরও পড়ুন- বাহরাইনে করোনায় ৭৮ বাংলাদেশির মৃত্যু, মে মাসেই ৩২

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/162729/দক্ষিণ-আফ্রিকায়-দুই-বাংলাদেশির-মৃত্যু