আঘাত লাগতে পারে তুলার

আঘাত লাগতে পারে তুলার

আঘাত লাগতে পারে তুলার

তুলার আঘাত লাগার সম্ভাবনা। পরিবারে কোনো সমস্যা প্রবেশ করতে পারে। ব্যবসায় শুভ সুযোগ আসতে চলেছে।

রাশিফল

রাশিফল ডেস্ক

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: শিক্ষায় শুভ সুযোগ আসতে পারে। কোনও শত্রুর কারণে পরিবারে অশান্তি বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের বাজে ব্যবহারের জন্য মানসিক কষ্ট পেতে পারেন।

বৃষ: পেটের কোনও সমস্যায় ভুগতে হতে পারে। শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাবে। গবেষণাতে সাফল্য লাভ। যাত্রাযোগ শুভ।

মিথুন: অন্যের সাথে বিবাদ চিন্তা বাড়াতে পারে। ব্যবসায়িক যোগে মিশ্র প্রভাব পড়বে। পরিবার নিয়ে ভ্রমণে আনন্দ।

কর্কট: কর্মচাপে শরীরিক ক্লান্তিভাব আসতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। চিকিৎসায় ব্যয় বাড়তে পারে।

সিংহ: পরিবারে ব্যয় বাড়তে পারে। ঋণশোধ নিয়ে চিন্তা বাড়বে। শিক্ষায় ব্যয় চিন্তা বাড়াবে। কর্মযোগে মিশ্র প্রভাব পড়বে।

কন্যা: কোনো পুরনো অর্থ প্রাপ্তি হতে পারে। কর্মভাবে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা বৃদ্ধি ঘটবে। প্রিয়জনের বিয়োগে মনোকষ্ট।

তুলা: আঘাত লাগার সম্ভাবনা। পরিবারে কোনো সমস্যা প্রবেশ করতে পারে। ব্যবসায় শুভ সুযোগ আসতে চলেছে।

বৃশ্চিক: চিকিৎসায় ব্যয় বৃদ্ধি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে। আর্থিকযোগ মিশ্র।

ধনু: অর্থাভাবের কারণে পরিবারে কিছু সমস্যা দেখা দিতে পারে। সন্তানের শিক্ষায় ব্যয় বাড়তে পারে। ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে।

মকর: বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে। কোনও আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্যে বিবাদ হতে পারে। কর্মযোগে মিশ্র প্রভাব পড়বে।

কুম্ভ: শরীরিক সমস্যার কারণে কর্মভাবে প্রভাব পড়তে পারে। প্রিয়জনের থেকে মনোকষ্ট বাড়তে পারে। আর্থিকযোগ মিশ্র।

মীন: পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসায় শুভ। আর্থিকযোগ শুভ। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে।

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/horoscope/163046/আঘাত-লাগতে-পারে-তুলার