দেশে শনাক্ত করোনার অপরিচিত ধরন নিয়ে উদ্বেগ

দেশে শনাক্ত করোনার অপরিচিত ধরন নিয়ে উদ্বেগ

দেশে শনাক্ত করোনার অপরিচিত ধরন নিয়ে উদ্বেগ

করোনার আরও দুটো অপরিচিত ধরন বা ভেরিয়েন্ট পাওয়া গেছে। অপরচিত ধরন দুটোর সংক্রমণের প্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা না পাওয়ায় তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

করোনাভাইরাসের  জিনোম সিকোয়েন্সিং নিয়ে এক গবেষণার পর সরকারের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর জানিয়েছে, রাজধানীসহ দেশের পাঁচ জেলায় করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট বা ডেল্টা ভেরিয়েন্ট বহুলাংশে বেড়ে গেছে। পাশাপাশি করোনার আরও দুটো অপরিচিত ধরন বা ভেরিয়েন্ট পাওয়া গেছে। অপরচিত ধরন দুটোর সংক্রমণের প্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা না পাওয়ায় তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, গত ১৬ মে থেকে দোসরা জুন পর্যন্ত দেশের কয়েকটি এলাকা থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্য থেকে ৫০ জনের নমুনা সিকোয়েন্সিং করে এর মধ্যে ৮০ শতাংশ বা চল্লিশটির নমুনায় ডেল্টা ভেরিয়েন্ট বা ভারতের ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া ১৬ শতাংশ বা আটটি নমুনায় বিটা ভেরিয়েন্ট বা সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এবং বাকি ৪ শতাংশ বা দুটি নমুনায় অপরিচিত দুটি ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। 

বিষয়টিকে আইইডিসিআর উদ্বেগজনক হিসেবে অভিহিত করে মানুষকে অধিকতর সতর্ক থাকার এবং সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। আইইডিসিআর ও বেসরকারি সংস্থা আইদেশি মিলে ওই পঞ্চাশ নমুনার জিনোম সিকোয়েন্সিং করেছে। 

এ প্রসঙ্গে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড এ এস এম আলমগীর গণমাধ্যমকে বলেন, আমরা যেগুলো নমুনা সিকোয়েন্সিং করেছি অবশ্যই এর বাইরে ও এসব ভেরিয়েন্ট আরো ছড়িয়ে থাকতেই পারে। তবে সেটি কোথায় কতটা ছড়িয়েছে সেটা এখনই বের করা সহজ নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে ডেল্টা ভেরিয়েন্ট আছে এবং সামাজিকভাবে এটি সংক্রমিত হয়েছে তাই সবাইকে বিষয়টি জানা দরকার এবং সেই অনুযায়ী সুরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করা দরকার।

বাংলাদেশ জার্নাল-ওআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/health/162175/দেশে-শনাক্ত-করোনার-অপরিচিত-ধরন-নিয়ে-উদ্বেগ