দিনে কবিরাজি, রাতে কবর খুঁড়ে হাড় চুরি
দিনে কবিরাজি, রাতে কবর খুঁড়ে হাড় চুরি
দিনে স্বামী-স্ত্রী দুজনেই কবিরাজ। রাত হলে তারা কবরের হাড় চুরি করতে বেড়িয়ে পড়েন। কবর খুঁড়ে মরদেহের হাড় চুরির খবর গ্রামবাসী পুলিশকে জানালে পুলিশ আসার খবর শুনে বাড়ি থেকে পালিয়ে যায় এ কবিরাজ দম্পতি।
জেলা প্রতিনিধিদিনে স্বামী-স্ত্রী দুজনেই কবিরাজ। রাত হলে তারা কবরের হাড় চুরি করতে বেড়িয়ে পড়েন। কবর খুঁড়ে মরদেহের হাড় চুরির খবর গ্রামবাসী পুলিশকে জানালে পুলিশ আসার খবর শুনে বাড়ি থেকে পালিয়ে যায় এ কবিরাজ দম্পতি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের উসমানগড় গ্রামে।।
সরেজমিনে গিয়ে জানা যায়, কমলগঞ্জের উসমানগড় এলাকায় পুরোনো কবর খুঁড়ে মরদেহের হাড় চুরি করে কথিত কবিরাজি করে আসছিলেন গ্রামের লাল শাহের মাজার ও কবরস্থান সংলগ্ন বাড়ির গোলাপ মিয়া (৬৫) ও তার স্ত্রী মায়া বেগম (৫৭)। বৃহস্পতিবার এই দম্পতি দেড় বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির কবর খুঁড়তে গেলে মৃত ব্যক্তির স্বজনরা টের পেয়ে পুলিশে খবর দেন ও কবর পাহারার ব্যবস্থা করেন। এদিকে পুলিশ আসার খবর পেয়ে ওই কবিরাজ দম্পতি শুক্রবার বাড়ি ছেড়ে পালিয়ে যান।
জানা গেছে, গোলাপ মিয়া ও তার স্ত্রী মায়া বেগম মিলে দীর্ঘদিন ধরে গ্রামে টুনকা, কুফরি ও কবিরাজি করছেন। তারা সুযোগ বুঝে পুরাতন কবর ভেঙে কবর থেকে হাড় এনে কবিরাজির কাজে ব্যবহার করেন। এছাড়া পুরাতন কবরের ভেতরে তাবিজ পুতে রাখেন। গ্রাম্য কবরস্থানের পুরাতন কবর ভাঙা দেখলে এটি শিয়ালে ভেঙে ফেলেছে বলেও অপপ্রচার চালায় ওই কবিরাজ দম্পতি। বাড়িতে না থাকায় কবিরাজ গোলাপ মিয়া বক্তব্য পাওয়া যায়নি।
আব্দুল মতিন জানান, কবিরাজ দম্পতি তার ভাই রকিব মিয়ার দেড় বছরের পুরোনো কবর ভেঙে মরদেহের হাড় নেওয়ার চেষ্টা করেন। তারা কবরের ওপরের মাটি সরিয়ে বাঁশও তুলে ফেলেন। বিষয়টি টের পেয়ে তারা সারা রাত কবর পাহারা দেন। শুক্রবার সকালে শমসেরনগর পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে অভিযোগ করেন।
তিনি জানান, পরে এসআই আব্দুর রহমান গাজী ও এএসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। পুলিশ আসছে টের পেয়ে কবিরাজ দম্পতি বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আব্দুল মতিন বাদী হয়ে কমলগঞ্জ থানায় কবিরাজ দম্পতির ওপর একটি অভিযোগ করেছেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান গাজী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ঘটনাস্থলে যাবার আগেই ভণ্ড কবিরাজ দম্পতি পালিয়ে গেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াদৌস হাসান বলেন, অভিযোগকারী থানায় আসলেও এখন পর্যন্ত তার হাতে অভিযোগ পৌঁছেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162171/দিনে-কবিরাজি-রাতে-কবর-খুঁড়ে-হাড়-চুরি