সব শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির জরুরি নির্দেশনা
শনিবার, ১২ জুন, ২০২১
সব শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির জরুরি নির্দেশনা
বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: own-reporterসকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে গাছের চারা রোপণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি মাঠ-পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ৩০ জুন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে ৫০টি ফলদ, বনজ, ভেষজ, ফুলের টারা রোপণ করতে হবে।
এতে আরো বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত জায়গা না থাকলে প্রতিষ্ঠান সংলগ্ন উপযুক্ত সরকারি স্থানে বৃক্ষরোপণ করতে হবে। এসব বৃক্ষ যথাযথভাবে পরিচর্যা করতে হবে।
কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/163056/সব-শিক্ষা-প্রতিষ্ঠানের-উদ্দেশ্যে-মাউশির-জরুরি-নির্দেশনা