নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

জিয়াউর রহমানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো আকাশের। তারা দু’জন পরিবারের অগোচরে গত ২ মে কোর্ট ম্যারেজ করে যে যার বাড়িতে ফিরে যায়। কিন্তু বিষয়টি সম্প্রতি উভয়...

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর আকাশ মিয়া (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় হত্যার পর আকাশের মরদেহ মাটির নিচে পুঁতে রাখা হয়েছিলো।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অষ্টধার ইউনিয়নের ভুগলির জিয়াউর রহমানের বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

আকাশ উপজেলার অষ্টধর ইউনিয়নের ভুগলি মণ্ডল বাড়ি গ্রামের আকরাম হোসেনের ছেলে। সে স্থানীয় অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র ছিলো।

ময়মনসিংহ সদর সার্কেল পুলিশের এএসপি আলাউদ্দিন জানান, সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো আকাশের। তারা দু’জন পরিবারের অগোচরে গত ২ মে কোর্ট ম্যারেজ করে যে যার বাড়িতে ফিরে যায়। কিন্তু বিষয়টি সম্প্রতি উভয় পরিবারের লোকজন জানতে পারে। গত বুধবার মেয়েটি ফোন করে আকাশকে তাদের বাড়িতে ডেকে নিয়ে নেয়। এরপর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিলো না।

এদিকে, ছেলেকে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার রাতে আকাশের বাবা আকরাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার ইউপি সদস্য জিয়াউর রহমানের বাড়ি তল্লশী করে। এ সময় জিয়াউর রহমানের ঘরের পাশে রক্তের দাগ দেখে পুলিশের সন্দেহ হয়। যার পরিপ্রেক্ষিতে বাড়ির চারপাশে খুঁজতে শুরু করে পুলিশ। জিয়াউর রহমানের ঘরের পেছনে খুঁড়ে রাখা মাটি দেখে সন্দেহ হয় পুলিশের। পরে সেই জায়গা খুঁড়ে আকাশ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা রোজিনা আক্তার ও চাচি নার্গিস আক্তারকে আটক করা হলেও অন্য অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/160571/নিখোঁজের-দুইদিন-পর-স্কুলছাত্রের-লাশ-উদ্ধার