শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
শুক্রবার, ২৮ মে, ২০২১
শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বন্ধ থাকা বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় একটি ফেরি বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :: own-reporterঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বন্ধ থাকা বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় একটি ফেরি বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর থেকে ফেরি স্বাভাবিকভাবে চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) বাংলাবাজার ঘাট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। ফেরি চলাচল শুরু হলেও এখনো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, লঞ্চ চলাচলের অনুমতি এখনো পাওয়া যায়নি। তবে রাত থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল ও বুধবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161229/শিমুলিয়ায়-ফেরি-চলাচল-স্বাভাবিক