সীমান্তে বিজিবি’র হাতে ভারতীয় কসমেটিক জব্দ
সীমান্তে বিজিবি’র হাতে ভারতীয় কসমেটিক জব্দ
নেত্রকোনার সীমান্ত এলাকায় প্রায় পৌনে পাঁচ লাখ টাকা মূল্যমানের ভারতীয় কসমেটিক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার দুর্গাপুর উপজেলায় উত্তর ভরতপুর এলাকা থেকে ভারতীয় কসমেটিক জব্দ করা হয়েছে...
বাংলাদেশ
নেত্রকোনা প্রতিনিধিনেত্রকোনার সীমান্ত এলাকায় প্রায় পৌনে পাঁচ লাখ টাকা মূল্যমানের ভারতীয় কসমেটিক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার দুর্গাপুর উপজেলায় উত্তর ভরতপুর এলাকা থেকে ভারতীয় কসমেটিক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) মেজর নূরুদ্দীন মাকসুদ।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে অবস্থিত ভরতপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) নায়েক সুবেদার মো. ইউনুচ আলীর নেতৃত্বে আট সদ্যস্যের একটি টহল দল অভিযান পরিচালনা করে। নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে এ অভিযানে ১১৬৮/৫-এস নং সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভরতপুর এলাকা থেকে ভারতীয় কসমেটিক জব্দ করে টহল দলটি।
জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে জনসন বেবী লোশন, জনসন মিল্ক রাইচ ক্রিম, ক্লিন এন্ড ক্লিয়ার ফেসওয়াশ ও ক্লিনিক প্লাস শ্যাম্পু। যার সিজার মূল্য আনুমানিক চার লাখ ৭২ হাজার ৫৯০ টাকা। এ সকল চোরাচালানী পণ্য জেলা কাস্টমস অফিসের জমা দেয়া হবে। তবে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবি’র ঊর্ধ্বতন এই কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/এনকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/160486/সীমান্তে-বিজিবির-হাতে-ভারতীয়-কসমেটিক-জব্দ