রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

গ্যাস বিতরণ সংস্থার পাইপলাইন স্থানান্তরকরণের কাজ চলমান থাকায় আজ বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

গ্যাস বিতরণ সংস্থার পাইপলাইন স্থানান্তরকরণের কাজ চলমান থাকায় আজ বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে তিতাস জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে।

আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলুরোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্বপাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্প চাপ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বাংরাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161135/রাজধানীর-যেসব-এলাকায়-গ্যাস-থাকবে-না-আজ