টানা চতুর্থ মেয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

টানা চতুর্থ মেয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

টানা চতুর্থ মেয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন বাশার আল আসাদ।

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন বাশার আল আসাদ। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

বুধবার (২৬ মে) সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন হন তিনি। সংসদীয় স্পিকার হামৌদা সাববাগ লাইভ কনফারেন্সে প্রেসিডেন্ট আসাদের জয় ঘোষণা করেন। তিনি বলেন, আসাদ ৯৫ দশমিক ১ শতাংশ ভোটে জয়লাভ করেছেন। আর ভোট পড়েছে ৭৮ দশমিক ৬ শতাংশ। 

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুলাহ সল্লুম আব্দুল্লাহ ১ দশমিক ৫ শতাংশ ও মাহমুদ আহমেদ মারি ৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন।

সিরিয়াবিরোধীরা এই ভোটকে প্রহসন বলে অভিহিত করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোও বলছে ভোট অবাধ ও সুষ্ঠু হয়নি।

বাংলাদেশ জার্নান/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/161234/টানা-চতুর্থ-মেয়াদে-সিরিয়ার-প্রেসিডেন্ট-আসাদ