বাসা থেকে ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

বাসা থেকে ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

বাসা থেকে ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাত দুইটার দিকে জেলা শহরের মোহাম্মদ পাড়ার একটি ভাড়া বাসার বাথরুম থেকে ওই ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়...

বাংলাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা শহরের মোহাম্মদ পাড়ার একটি ভাড়া বাসার বাথরুম থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির জবাই করাগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর রাত দুইটার দিকে ওই ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম সোমবার সকালে হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে।

নিহত সাইফুল ইসলামফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আব্দুল লতিফ মল্লিকের ছেলে।

বাড়ির মালিক শহিদুল ইসলাম জানান, গত ৩ মে বাড়ি ভাড়া নিলেও ২০ মে খাদিজা বেগম স্বামী পরিচয়ে সাইফুল ইসলামকে নিয়ে বাজার করে বাসায় ওঠেন। এরপর খাদিজা ও সাইফুলকে আর দেখা যায়নি। তারা তাদের বাড়ি মুকসুদপুর উপজেলায় বলে আমাকে জানিয়েছিলো।

ওসি মনিরুল ইসলাম জানান, মালেকা একাডেমির পাশে শহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয়তলা ভাড়া নেন খাদিজা বেগম নামের এক নারী। পরে ওই নারী সাইফুল ইসলামকে স্বামীর পরিচয়ে বাসায় ওঠেন। এরপর থেকে আর তাদেরকে দেখা যায়নি। সোমবার ভোর রাত ২টার দিকে ওই বাসা থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বাথরুম থেকে সাইফুল ইসলামের জবাই করা গলিত মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, গত ৪/৫ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওই বাসা থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/160830/বাসা-থেকে-ব্যক্তির-গলিত-মরদেহ-উদ্ধার