রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের নিচে ট্রাকের ধাক্কায় মাসুদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের নিচে ট্রাকের ধাক্কায় মাসুদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ বরিশালের হিজলা থানার মোল্লারহাট গ্রামের মোতালেব বৈরাগীর ছেলে। ঢাকার যাত্রাবাড়ী কাজলা এলাকায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের ভাই রিফাত হোসেন বলেন, যাত্রাবাড়ী কাজলা হানিফ ফ্লাইওভারে নিচে রাত সোয়া ১২টার দিকে একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় মাসুদ। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাতে ট্রাকের ধাক্কায় আহত মাসুদকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিলো। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161145/রাজধানীতে-ট্রাকের-ধাক্কায়-নিহত-১