ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানববন্ধন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানববন্ধন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানববন্ধন

ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পাগলা উচ্চ বিদ্যালয় ব্যাচ - ২০১০।

মো. খায়রুল ইসলাম রাজীব

ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পাগলা উচ্চ বিদ্যালয় ব্যাচ - ২০১০। শুক্রবার পাগলা বাজারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদুল আকসাসহ ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক হামলা করে ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। বিশ্বের মোড়ল দেশগুলোর ইন্ধন ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। রোজার মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করেছে। মুসলমানদের ওপর এমন উদ্ধত আচরণ মেনে নেয়া যায় না। যদিও ১১ দিনের রক্তাক্ত যুদ্ধের অবসান ঘটায় মানববন্ধনে স্বস্তি প্রকাশ করা হয়।

মানববন্ধনে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনের ওপর ইসরায়েল যেন আর হামলা করার সাহস না পায়। সে জন্য জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলো এবং শক্তিধর দেশগুলো এখনই ইসরায়েলের সঙ্গে বৈঠক করা উচিত। পাশাপাশি বিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উক্ত মানববন্ধনের অন্যতম উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বাংলাদেশ জার্নালকে বলেন, ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় ২৫০ অধিক সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু এবং নারীও রয়েছেন। বিশ্ব নেতাদের কাছে আমাদের দাবি ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করা হোক এবং ভবিষ্যতে যেন এমন হামলা আর না নয় সে জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হোক।

মানববন্ধনে আরো উপস্থিতি ছিলেন পাগলা উচ্চ বিদ্যালয়ের ২০১০ ব্যাচের শিক্ষার্থী- সজল, আরাফাত, রোমানসহ প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/160576/ফিলিস্তিনে-হামলার-প্রতিবাদে-মানববন্ধন