অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণ, থানায় মামলা

অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণ, থানায় মামলা

অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণ, থানায় মামলা

রাজবাড়ী থেকে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গত সোমবার সকালে ছাত্রীর 'মা' বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী থেকে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গত সোমবার সকালে ছাত্রীর 'মা' বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। অপহরণের ১২ দিন পার হলেও অভিযুক্তরা পলাতক থাকায় ওই ছাত্রীকে আজও উদ্ধার করতে পারেনি রাজবাড়ী সদর থানা পুলিশ। গত ১৫ মে শহরের পাবলিক হেল্থ এলাকা থেকে ওই ছাত্রীকে অপহরণ করে রফিকুল ও সহযোগীরা।

অপহরণের এ মামলায় রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯), রফিকুলের দুলাভাই  ইসমাইল এবং বোন রিনা বেগমকে আসামী করা হয়। 

মামলার বাদী অপহরণ হওয়া ছাত্রীর 'মা' জানান, তার স্বামী সৌদি আবর থাকে। তিনি তার সন্তানদের পড়াশোনার জন্য রাজবাড়ী জেলা শহরে বাসা ভাড়া করে থাকেন। এরই মধ্যে তার মেয়েকে বিভিন্ন সময় রফিকুল ইসলাম কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি তিনি মামলার আসামী রফিকুলের পরিবারের সদস্যদের জানান। এতে রফিকুল ক্ষিপ্ত হয় এবং তার মেয়ের ক্ষতি করতে উঠেপরে লাগে। গত ১৫ মে দুপুরে জেলা শহরের পাবলিক হেলথ এলাকায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায় তার মেয়ে । সে সময় একটি মাইক্রোবাসে অপহরণ মামলার আসামিরা জোরপূর্বক তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ওই ঘটনার পর অনেক খোজাখুজি করেও তার মেয়েকে না পেয়ে  রাজবাড়ী সদর থানায় তিনি মামলা দায়ের করেছেন।

রাজবাড়ী সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, মেয়ের মা বাদী হয়ে সদর থানায়  ৩ জনের নামে অপহরণ মামলা দায়ের করেছে। আসামীদেরও বাড়িতে কয়েকবার অভিযান চালানো হয়েছে। এ মামলায় এখনও কোন আসামীকে গ্রেপ্তার সম্ভব হয়নি। তবে আসামীদের ধরতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। আশা করছেন অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারবেন শিগগিরই।

বাংলাদেশ জার্নাল/টিআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161139/অষ্টম-শ্রেণীর-ছাত্রীকে-অপহরণ-থানায়-মামলা