নেপালে ভেঙে দেয়া হয়েছে পার্লামেন্ট, নভেম্বরে নির্বাচন
নেপালে ভেঙে দেয়া হয়েছে পার্লামেন্ট, নভেম্বরে নির্বাচন
নেপালে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। আগামী নভেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক
জার্নাল ডেস্কনেপালে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। আগামী নভেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। হঠাৎ করে নির্বাচনের তারিখ ঘোষণা ও পার্লামেন্ট ভেঙে দেয়ায় নেপালে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।
প্রেসিডেন্ট বিদ্যা দেবীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, আগামী ১২ নভেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ও ১৯ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন করার আদেশ দিয়ে হাউস অব রিপ্রেজেনটেটিভ ভেঙে দিলেন প্রেসিডেন্ট।
এতে আরো বলা হয়, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলির নেতৃত্বাধীন মন্ত্রীসভার সুপারিশক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে অলির সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্তকে ঘিরে নেপালে সপ্তাহব্যাপী বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট তার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে রায় দেন।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/160590/নেপালে-ভেঙে-দেয়া-হয়েছে-পার্লামেন্ট-নভেম্বরে-নির্বাচন