জোয়ারের পানিতে ডুবে ফেনীতে একজনের মৃত্যু

জোয়ারের পানিতে ডুবে ফেনীতে একজনের মৃত্যু

জোয়ারের পানিতে ডুবে ফেনীতে একজনের মৃত্যু

পোনা মাছ ধরতে গিয়ে ছোট ফেনী নদীর চর চান্দিয়ার বাইরে চর এলাকায় জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ হন।

বাংলাদেশ

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান নামে এক জেলের মৃত্যু হয়েছে। মৃত ওই জেলের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শেখপাড়া গ্রামে।

মঙ্গলবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। দুপুরে পোনা মাছ ধরতে গিয়ে ছোট ফেনী নদীর চর চান্দিয়ার বাইরে চর এলাকায় জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ হন।

চরছান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন বলেন, নিহত হাদিউজ্জামান সাতক্ষীরা জেলার শ্যমনগর উপজেলার বাসিন্দা। তিনি চরছান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলীর দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে মারা যান।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছোট ফেনী নদীর বাইরের চরে ১০ থেকে ১২ জন জেলে মাছের পোনা ধরতে যায়। অন্যদিনের থেকে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে অন্যরা বাঁচতে পারলেও হাদিউজ্জামান নদীর পানিতে তলিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএ

 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161042/জোয়ারের-পানিতে-ডুবে-ফেনীতে-একজনের-মৃত্যু