সেই নবজাতকের ঠাঁই হচ্ছে ছোট মনি নিবাসে
সেই নবজাতকের ঠাঁই হচ্ছে ছোট মনি নিবাসে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে পাওয়া সেই নবজাতকের ঠাঁই হচ্ছে রাজশাহী ছোট মনি নিবাসে। ওই নবজাতক (মেয়ে) নিয়ে আদালতের সিদ্ধান্ত পেতে বিলম্ব হওয়ায়...
লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে পাওয়া সেই নবজাতকের ঠাঁই হচ্ছে রাজশাহী ছোট মনি নিবাসে। ওই নবজাতক (মেয়ে) নিয়ে আদালতের সিদ্ধান্ত পেতে বিলম্ব হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সমাজ সেবা বিভাগ।
পাটগ্রাম সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, গত শুক্রবার সকালে ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভুট্টা ক্ষেতে পড়ে থাকা নবজাতককে প্রথম দেখতে পায় মিনা বেগম নামে এক মহিলা। পরে পুলিশ নবজাতকটি উদ্ধার করে সমাজ সেবা বিভাগকে হস্তান্তর করেন। সমাজ সেবা বিভাগের মাধ্যমে নবজাতকটি বতর্মানে মিনা বেগম নামে ওই মহিলার কাছে রয়েছে।
আরো পড়ুন: ভুট্টা ক্ষেত থেকে নবজাতক উদ্ধার
পাটগ্রাম সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুবুল আলম বলেন, আমরা যতদুর জানি নবজাতকটি দত্তক পেতে ইতোমধ্যে ৭ জন আদালতের আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে মিনা বেগমও রয়েছেন। আরো অনেকে আদালতে আবেদন করতেছেন। যে কারণে আদালতের সিদ্ধান্ত আসতে একটু বিলম্ব হতে পারে।
তাই নিরাপত্তাজনিত কারণে নবজাতকটিকে রাজশাহী ছোট মনি নিবাসে পাঠানো হচ্ছে। পরে আদালতের সিদ্ধান্ত এলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/এনকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/160822/সেই-নবজাতকের-ঠাঁই-হচ্ছে-ছোট-মনি-নিবাসে