রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি মিশিগানে
রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি মিশিগানে
সাংবাদিক রোজিনা ইসলামসহ অন্য সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগানে কর্মরত প্রবাসী সাংবাদিকরা...
প্রবাস ডেস্কসাংবাদিক রোজিনা ইসলামসহ অন্য সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগানে কর্মরত প্রবাসী সাংবাদিকরা।
স্থানীয় সময় রোববার বিকেলে বাংলাটাউন খ্যাত হেমট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্ট চত্বরে সাংবাদিক এবং প্রবাসী জনসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে মিশিগান স্টেট ডিসট্রিক্ট-৪ রিপ্রেজেনটিভ অ্যাব্রাহাম আয়াস উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। এ সময় বক্তব্য রাখেন হেমট্রামিক সিটির মেয়র ক্যারন মায়েস্কি, বাংলাদেশি বংশোদ্ভুত সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান, বিএডিসির ভাইস প্রেসিডেন্ট সালমা সুলতানা।
বক্তারা বলেন, রোজিনার ওপর হামলা মানে বাংলাদেশের সাংবাদিকতার ওপর হামলা। যারা রোজিনাকে হেনস্তা করেছে, তাদের বিচার করার পাশাপাশি বাংলাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাই।
গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য, বাংলা সংবাদ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক মোস্তফা কামাল, শফিকুর রহমান, তোফায়েল রেজা সোহেল, আশিকুর রহমান, ফারজানা চৌধুরী পাপড়ি, রফিকুল হাসান চৌধুরী তুহিন,জুয়েল খান, সাহেল আহমেদ, কামরুজ্জামান হেলাল, হেমট্রামিক সিটির কাউন্সিলর প্রার্থী আরমানি আসাদ, কোভি লন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাজেল হুদা, কাওছার দেওয়ান, জাকির আহমেদ, আরিফ আরমান, ফ্রিল্যান্সার মিল্টন বড়ুয়া।
আরও পড়ুন- রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে গ্রিসে মানববন্ধন
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে দক্ষিণ আফ্রিকায় মানববন্ধন
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/161022/রোজিনার-বিরুদ্ধে-মামলা-প্রত্যাহার-দাবি-মিশিগানে