প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টায়।
খেলাধুলা
জার্নাল ডেস্কতিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টায়। ম্যাচ শুরুর আগে পাঠকদের আগ্রহ থাকে সম্ভাব্য একাদশ নিয়ে। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হলো আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ-
নিউজিল্যান্ড সফরে ওপেনিংয়ে ভালো করতে না পারা লিটন কুমার দাসের উপর আস্থা হারায়নি টিম ম্যানজেম্যান্ট। যে কারণে এই সিরিজেও ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে জুটি বাঁধবেন লিটন। তিন নম্বর পজিশনে ফিরছেন সাকিব আল হাসান।
চারে যথারীতি দেখা যাবে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। পাঁচে থাকতে পারেন মোহাম্মদ মিঠুন। আবার সৌম্যকেও দেখা যেতে পারে।
ছয়ে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাতে লড়াই হবে আফিফ ও মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে অভিজ্ঞতার বিচারে সুযোগ দেওয়া হতে পারে মোসাদ্দেককেই। আট নম্বরে দেখা যেতে পারে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। নয়ে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ফিরতে পারেন। শুধুমাত্র বোলার হিসেবে হয়তো খেলবেন মোস্তাফিজ্রু রহমান ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/160692/প্রথম-ম্যাচে-বাংলাদেশের-সম্ভাব্য-একাদশ