এনটিআরসিএর শিক্ষক নিয়োগ নিয়ে নতুন আদেশ
এনটিআরসিএর শিক্ষক নিয়োগ নিয়ে নতুন আদেশ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দেড় হাজার চাকরিপ্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের বিষয়ে ব্যাখ্যা দিয়ে অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে জমা দেয়া হয়েছে।
আইন-আদালত
জার্নাল ডেস্কবেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দেড় হাজার চাকরিপ্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের বিষয়ে ব্যাখ্যা দিয়ে অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এটি জমা দেয়া হয়। এদিন সকাল ১১টা ২৩ মিনিটে শুনানি শুরু হয়।
আদালতে খুরশিদ আলম খান বলেন, আমার সাবমিশন হলো তারা (এনটিআরসি) রিপোর্ট কমপ্লাই করেনি। তারা একটি এভিডেভিড দিয়েছে। যেটি পরিস্কার বোঝা যাচ্ছে না। আমরা এনটিআরসিএ এর চেয়ারম্যানের পার্সোনাল উপস্থিতি চাচ্ছি।
এসময় এনটিআরসিএ’র আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন আদালতে বলেন, আমরা আদালতের আদেশের কপি পাইনি। এসময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন যুক্ত হন। পরে আদালত এ মামলার পরবর্তি শুনানির জন্য আগামী ২৩ মে রোববার দিন নির্ধারণ করেন।
ওইদিন সকাল সাড়ে এ মামলাটির শুনানি হবে। এদিন শুধুমাত্র সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/law-court/160403/এনটিআরসিএর-শিক্ষক-নিয়োগ-নিয়ে-নতুন-আদেশ