‘অন্যায়কারীদের ছাড় দেয়া হবে না’
‘অন্যায়কারীদের ছাড় দেয়া হবে না’
ফরিদপুরের সালথায় বিভিন্ন জায়গার সংঘর্ষ নিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র ও তাঁর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, ...
বাংলাদেশ
ফরিদপুর প্রতিনিধিফরিদপুরের সালথায় বিভিন্ন জায়গার সংঘর্ষ নিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র ও তাঁর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, ‘এই এলাকায় কাইজ্যা (সংঘর্ষ) হতে পারে না। অন্যায়কারীদের ছাড় দেয়া হবে না। কাইজ্যা (সংঘর্ষ) এ এলাকা থেকে বন্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ।
সোমবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সদ্য কারামুক্ত প্রবীণ আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন (তারা মিয়ার) বাড়িতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহজামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মোল্যা, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু,উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এনকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/160914/অন্যায়কারীদের-ছাড়-দেয়া-হবে-না