বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ আটক ১৩
বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ আটক ১৩
জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় দুই বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়...
বাংলাদেশ
জয়পুরহাট প্রতিনিধিজয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় দুই বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাট শহরের নতুনহাট শেখপাড়া মহল্লার খোকন মিয়ার স্ত্রী হনুফা খাতুন (৩৫), মৃত আবু তাহেরের স্ত্রী মালেকা খাতুন (৪৮) মন্টু মিয়ার ছেলে আসলাম হোসেন (৩২), সুখনগর মহল্লার আব্দুর রশীদের মেয়ে টুম্পা খাতুন (২২) নওগাঁর বদলগাছী উপজেলার গোয়াল ভিটা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আবু মুসা (২০), আদাইপুর গ্রামের কমলের স্ত্রী রীতা রানী (৩৮) আক্কেলপুর উপজেলার শান্তনগর মহল্লার আব্দুল মালেকের স্ত্রী বৈশাখী খাতুন (২২), বাবু আক্তারের স্ত্রী শিল্পী খাতুন (২৬) কালাইয়ের নান্দাইল গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে আব্রাহিম (৪৫), তোফাজ্জল হোসেনের ছেলে মামুন (৩৫) শেখপাড়া মহল্লার শাহাজানের স্ত্রী রোজি (৩০) ক্ষেতলাল উপজেলার কুসুমপুর গ্রামের মোকলেছের মেয়ে মোমেনা খাতুন (৩২) ও কালাই উপজেলার উদয়পুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী রোজিনা (২৬)।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, আটককৃত রোজি ও মালেকা টাকার লোভে তাদের নিজ বাড়িতে জেলার ও জেলার বাহির থেকে সুন্দরী নারীদের নিয়ে এসে বাধ্য করে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এনকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/160709/বাড়িতে-অসামাজিক-কর্মকাণ্ড-নারীসহ-আটক-১৩