আঘাত হেনেছে ইয়াস, লণ্ডভণ্ড উপকূল
আঘাত হেনেছে ইয়াস, লণ্ডভণ্ড উপকূল
ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে এটি আছড়ে পড়ছে। ইয়াসের তাণ্ডবে ওড়িশাসহ ভারতের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে লণ্ডভণ্ড হয়ে গেছে।
জার্নাল ডেস্কভারতের ওড়িশায় আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। রাজ্যের বালেশ্বরের কাছে ধামরা উপকূলে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে এটি আছড়ে পড়ছে। ইয়াসের তাণ্ডবে ওড়িশাসহ ভারতের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে লণ্ডভণ্ড হয়ে গেছে।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে এগিয়েছে ইয়াস। বুধবার দুপুরের মধ্যে এটি ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করবে। তারপর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওডিশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের বিভিন্ন জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/161032/আঘাত-হেনেছে-ইয়াস-লণ্ডভণ্ড-উপকূল