পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে...

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়ার মিলন মিয়ার ছেলে মিনার (৬) ও তার চাচাতো ভাই আলমগীর হোসেনের ছেলে মারুফ (সাড়ে ৬)।

শাজাহানপুর থানার এসআই আবদুর রাজ্জাক জানান, সোমবার বিকালে শিশু মিনার ও মারুফ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশের শিশুরা জানায়, তারা দুই ভাইকে পুকুরে গোসল করতে দেখেছে। পরে সন্ধ্যায় পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে।

স্বজনরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে দুই শিশু ডুবে মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/160912/পুকুরে-ডুবে-২-শিশুর-মৃত্যু