চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৮০
চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৮০
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো একজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯৪ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮০ জন...
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো একজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯৪ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮০ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৫২৪ জনে।
রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৬টি ল্যাবে ৬৩৬টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৭ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৫২৪ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ৯৭৪ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৫৫০ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৯৪ জনের। যার মধ্যে নগরীর ৪৩৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৬১ জন।
বাংলাদেশ জার্নাল/এনকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/160695/চট্টগ্রামে-করোনায়-একজনের-মৃত্যু-শনাক্ত-৮০