করোনায় অনাথ শিশুদের দায়িত্বে ভারত সরকার
করোনায় অনাথ শিশুদের দায়িত্বে ভারত সরকার
ভারতে করোনাভাইরাসে যে সমস্ত শিশুদের বাবা এবং মা দুইজনেই মারা গিয়েছেন তাদের দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার।
ময়ুখ বসু, কলকাতাভারতে করোনাভাইরাসে যে সমস্ত শিশুদের বাবা এবং মা দুইজনেই মারা গিয়েছেন তাদের দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। শনিবার ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার ভারতের সমস্ত রাজ্যগুলিকে চিঠি দিয়ে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন জানিয়েছে, করোনা পরিস্থিতিতে যে সমস্ত শিশুরা বাবা-মা দুইজনকেই হারিয়েছে তাদের তথ্য দ্রুত পোর্টালে নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত শিশুদের যেন কোনো রকমের সমস্যা না হয় সেদিকেও নজর রাখবে কমিশন।
এদিকে ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, করোনায় বাবা-মাকে হারানো শিশুদের খেয়াল রাখবে সরকার। তাদের সম্মানজনক জীবনের পাশাপাশি তাদের ভবিষ্যতের জন্য সুযোগ তৈরি করে দেয়া হবে।
এই বিষয়ে ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, ভারতের প্রায় ৫৭৭ জন শিশু গত দুই মাসে করোনায় বাবা-মা দুইজনকেই হারিয়েছে। এক্ষেত্রে অভিভাবকহীন শিশুদের আত্মীয়দের বাড়িতে থাকার সুবিধা না থাকলে তাদের হোমে রাখার ব্যাবস্থা করা হবে। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকার করোনায় যেসব পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের পরিবারকে পেনশন দেবে কেন্দ্র। এমনকি তাদের জন্য স্বাস্থ্য বীমার ব্যাবস্থাও করে দেয়া হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের ৩ মার্চের পর থেকে যারা করোনায় মারা গিয়েছেন তারা পেনশনের সুবিধা পাবেন। ২০২২ সালের ২৪ মার্চ পর্যন্ত ওই সুবিধা দেয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য বীমার মূল্য ৬ লাখ রুপি থেকে বাড়িয়ে ৭ লাখ রুপি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার করোনায় বাবা-মা হারানো শিশুদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের শীর্ষ আদালত। কেন্দ্রকে অনাথ শিশুদের দায়িত্ব নেয়ার পরামর্শ দেয়া হয়। এরপরেই শনিবার কেন্দ্রের তরফে জানিয়ে দেয়া হয়, করোনায় যে সমস্ত শিশুরা তাদের বাবা-মা দুইজনকেই হারিয়েছে, তাদের ১৮ বছর বয়স হলেই পরের পাঁচ বছর পর্যন্ত মাসিক ভাতা পাবে।
২৩ বছর হলে তারা এককালীন ১০ লক্ষ টাকা পাবে। এছাড়া ১৮ বছর বয়েস পর্যন্ত কেন্দ্রের আয়ূশ্মাণ ভারত প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। বীমার প্রিমিয়ামের অর্থও দেবে কেন্দ্রীয় সরকার। এখানেই শেষ নয়,অনাথ হয়ে যাওয়া শিশুদের বিনামূল্যে পড়াশুনার ব্যাবস্থাও করবে কেন্দ্র। সেক্ষেত্রে দশ বছরের নীচে যাদের বয়েস থাকবে তাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করার ব্যাবস্থা করা হবে। কিংবা তারা যদি বেসরকারি স্কুলে পড়ে তাহলে তার যাবতীয় খরচ বহন করবে পিএম কেয়ার্স ফান্ড। পাশাপাশি ওই সমস্ত শিশুরা বড় হওয়ার পর উচ্চ শিক্ষার জন্যেও বিনাসুদে ঋণের ব্যাবস্থা করে দেবে কেন্দ্রীয় সরকার।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/161458/করোনায়-অনাথ-শিশুদের-দায়িত্বে-ভারত-সরকার