ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় মো.নাছির উদ্দিন প্রকাশ মুন্সি (৪৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী মারা গেছেন...
প্রবাস ডেস্কওমানে সড়ক দুর্ঘটনায় মো.নাছির উদ্দিন প্রকাশ মুন্সি (৪৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার (২১ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মাস্কট সিটির পুরাতন বিমানবন্দর সংলগ্ন সুলতান কাবুজ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আত্মীয়দের সঙ্গে দেখা করে ট্যাক্সিতে করে বাসায় ফিরছিলেন নাসির। দ্রুতগতির ট্যাক্সিটি হামরিয়া থেকে রিসেলের দিকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় নাসির।
এ দুর্ঘটনায় গাড়ির চালক ওমানি ও পাকিস্তানি নাগরিকসহ মোট তিনজন প্রাণ হারান।
নিহত নাসির উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার মহদ্দীর বাড়ির মৃত কবির আহম্মদের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছ। বছরখানেক আগে তিনি দেশে এসেছিলেন।
আরও পড়ুন- কুয়েতে করোনায় বাংলাদেশির মৃত্যু
আগ্রাসী ইসরাইলের বিচারের দাবিতে বার্লিনে বিক্ষোভ
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/160811/ওমানে-সড়ক-দুর্ঘটনায়-বাংলাদেশির-মৃত্যু