পদ্মায় লঞ্চ চলাচল শুরু
পদ্মায় লঞ্চ চলাচল শুরু
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় পদ্মায় ফেরির পর এবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।
জার্নাল ডেস্কশিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় পদ্মায় ফেরির পর এবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।
শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া লঞ্চঘাট পরিদর্শক মো. সোলেমান জানিয়েছেন, সকাল ১০টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
তিনি বলেন, বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ৮৫টি লঞ্চ সচল রয়েছে। বৈরি আবহাওয়া কেটে যাওয়ায় নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। নিয়ম মেনে শিমুলিয়া থেকে বাংলাবাজার ও বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা যাওয়া করছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে চালু হয় ফেরি চলাচল। নৌচলাচল স্বাভাবিক হওয়ায় মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন পর্যায়ক্রমে নদী পার হচ্ছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, রাতে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু করে। নদীর ঢেউ ও ঝড়ো হওয়া কেটে গেছে। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নৌরুটে বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
প্রসঙ্গত,গত মঙ্গলবার রাত থেকে লঞ্চ ও বুধবার সকাল থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। টানা দুইদিন নৌচলাচল বন্ধ থাকায় পদ্মায় পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে যাত্রী ও যানবাহনের চাপ দেখা দেয়।
বাংলাদেশ জার্নাল/এমএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161236/পদ্মায়-লঞ্চ-চলাচল-শুরু