ভারতে করোনায় আরো ৪১৫৭ জনের মৃত্যু
বুধবার, ২৬ মে, ২০২১
ভারতে করোনায় আরো ৪১৫৭ জনের মৃত্যু
সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্তকরণ পরীক্ষা
জার্নাল ডেস্কভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসময়ে শনাক্ত হয়েছে আরো ২ লাখ ৮ হাজার জন। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর থেকে ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। একদিনে পরীক্ষা করেছেন ২২ লাখ ১৭ হাজার ৩২০ জন। মৃত্যু ও শনাক্তে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এদিনে রাজ্যটিতে মারা গেছে ১১৩৭ জন। কর্নাটক, কেরালা ও তামিলনাড়ুর অবস্থান এর পরে।
এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ১১ হাজার ৩৮৮ জনের। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জন।
বাংলাদেশ জার্নাল/এমএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/161037/ভারতে-করোনায়-আরো-৪১৫৭-জনের-মৃত্যু