২৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা
২৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা
সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।
জার্নাল ডেস্কপ্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
২৪ মে ২০২১, সোমবার। ১০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৮২২ - ইকুয়েডর স্বাধীনতা অর্জন করে।
১৯৭২ - কবি কাজী নজরুল ইসলাম ভারত থেকে ঢাকায় আসেন এবং তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
১৯৯১ - বর্ণবাদী ইসরাইল সরকার, দ্বিতীয় বারের মতো ১৪ হাজার চারশ’ ইহুদিকে ইথিওপিয়া থেকে অধিকৃত ফিলিস্তিনে নিয়ে আসে। ১৯৯৩ - উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া, ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
জন্ম:
১৯০৫ - রাশিয়ার বিখ্যাত লেখক মিখাইল শুলুখুফ।
১৯২০ - বিপ্লবী সাহিত্যিক সোমেন চন্দ
১৯৪১ - বব ডিলান, মার্কিন গায়ক, সঙ্গীত রচয়িতা, লেখক, সঙ্গীতজ্ঞ ও কবি।
১৯৬৬ - এরিক কাঁতোয়াঁ, একজন সাবেক ফরাসি ফুটবলার। ১৯৫১ - মুনতাসীর মামুন, বাংলাদেশের অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ও গবেষক।
মৃত্যু:
১৫৪৩ - নিকলাস কপারনিকাস, পোল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/other/160815/২৪-মে-ঘটে-যাওয়া-নানান-ঘটনা