ভারতে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়াল

ভারতে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়াল

ভারতে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়াল

গত এক মাসেরও কম সময়ে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন।

আন্তর্জাতিক

জার্নাল ডেস্ক

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরো চার হাজার ৪৫৫ জনসহ এখন পর্যন্ত ৩ লাখ ৩৭৫১ জনের মৃত্যু হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন।

দেশটির অধিকাংশ রাজ্যে দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সে জন্যই ধীরে ধীরে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু ছাড়া কোনও রাজ্যে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি নয়। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৮৩ জন। মহারাষ্ট্রে ২৬ হাজার ৬৭২ জন, কর্নাটকে ২৫ হাজার ৯৭৯ জন, কেরলে ২৫ হাজার ৮২০ জন। 

পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ১৮ হাজারের ঘরে। ওড়িশাতে ১২ হাজার ৮৫২, রাজস্থানে ৬ হাজার ৫২১ এব‌ং পঞ্জাবে ৫ হাজার ২১ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাকি সব রাজ্যের দৈনিক সংক্রমণ রয়েছে ৫ হাজারের নীচে।

গত এক মাসেরও কম সময়ে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/160824/ভারতে-মৃত্যুর-সংখ্যা-৩-লাখ-ছাড়াল