অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন
অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
বাংলাদেশ
জার্নাল ডেস্কঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৫০মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তার মৃত্যুর বিষয়ে অধ্যাপক শহীদুল গণমাধ্যমকে বলেন,"উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে উনার খাদ্যনালীতে সমস্যা দেখা দেয়। ডাক্তাররা বলেছিলেন টিউমার হয়েছে, পরে লিভারও সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্টও ছিল। তবে কোভিড হয়নি। রোজার আগে উনি প্রায় ১৫ দিন স্কয়ার হাসপাতালের আইসিউতে ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও ৫ দিন আইসিউতে ছিলেন। ঈদের আগে উনাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে বাসাও অক্সিজেন দিতে হয়েছে। আজ রাতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আগামীকাল জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাযা শেষে পরিবারের ইচ্ছা অনুযায়ী স্থানে তাকে দাফন করা হবে বলে জানান অধ্যাপক শহীদুল।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের চেষ্টা চলছে বলে জানান তিনি। আনোয়ার হোসেন ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের কসমেটস ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ভিজিটিং অধ্যাপক হিসেবে কাজ করেন।
২০০৭ সালের জুলাইয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে এক মাস চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করে আবারও পাকিস্তানের কসমেটস ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে 'ফরেন প্রফেসর' হিসেবে যোগ দেন। সেখানে ২০১১ সাল পর্যন্ত অধ্যাপনা করেন।
এরপর ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো, অস্ট্রেলিয়ান হাই এনার্জেটিক মেটেরিয়াল ইনস্টিটিউটের অনারারি ফেলো, ইতালির তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের ট্রাইস্টে আন্তর্জাতিক কেন্দ্রে সিনিয়র এসোসিয়েট ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161223/অধ্যাপক-আনোয়ার-হোসেন-মারা-গেছেন