হোটেল-রেস্তোরাঁয় অভিযানের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়
হোটেল-রেস্তোরাঁয় অভিযানের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়
মহামারি করোনাভাইরাসের প্রভাবে দেশের বিকাশমান পর্যটন শিল্পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান রেস্টুরেন্ট, হোটেল, মোটেল ও গেস্ট হাউস ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অর্থ-বাণিজ্য
জার্নাল ডেস্ককরোনার কারণে গোটা দেশের ব্যবসা-বাণিজ্য টালমাটাল অবস্থা পার করছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই তো কদিন আগেই খুলে দেয়া হয়েছে রেস্টুরেন্ট, হোটেল, মোটেল ও গেস্ট হাউস। টানা বন্ধের পর ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন মালিকরা। তাই অভিযানের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়।
শুক্রবার রাতে গুলশানের পিংক সিটির অষ্টম তলায় অভিজাত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
এফবিসিসিআই সভাপতি বলেন, মহামারি করোনাভাইরাসের প্রভাবে দেশের বিকাশমান পর্যটন শিল্পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান রেস্টুরেন্ট, হোটেল, মোটেল ও গেস্ট হাউস ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ক্ষতির মুখে দেশের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এসব প্রতিষ্ঠানে অভিযানের নামে এক ধরনের হয়রানি চলছে, যা করোনাকালে মোটেই গ্রহণযোগ্য নয়।
প্রসঙ্গত, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি হিসেবে ১৯ মে (বুধবার) দায়িত্ব গ্রহণ করেছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তার নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২১-২৩ দ্বি-বার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/161318/হোটেল-রেস্তোরাঁয়-অভিযানের-নামে-হয়রানি-গ্রহণযোগ্য-নয়