বৈরী আবহাওয়ায় চীনে ২০ দৌড়বিদের মৃত্যু

বৈরী আবহাওয়ায় চীনে ২০ দৌড়বিদের মৃত্যু

বৈরী আবহাওয়ায় চীনে ২০ দৌড়বিদের মৃত্যু

উত্তর পশ্চিম চীনে ভয়াবহ আবহাওয়ার কারণে অন্তত ২০ জন দৌড়বিদ প্রাণ হারিয়েছেন। চীনে শিলাবৃষ্টি, তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে এই দৌড়বিদদের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর পশ্চিম চীনে ভয়াবহ আবহাওয়ার কারণে অন্তত ২০ জন দৌড়বিদ প্রাণ হারিয়েছেন। চীনে শিলাবৃষ্টি, তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে এই দৌড়বিদদের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো এক দৌড়বিদ। তারা ১০০ কিলোমিটার মাউন্টেইন ম্যারাথনে অংশ নিয়েছিলেন বলে রোববার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, ১৭২ জন অংশগ্রহণকারী নিখোঁজ হয়ে গেলে দৌড় স্থগিত করা হয়। রোববার উদ্ধারকারীরা এসব মরদেহ উদ্ধার করে।

গাংসু প্রদেশের বাইয়াইন সিটির মুখপাত্র বলেন, ‘ইয়োলো রিভার স্টোন ফরেস্টে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের মধ্যে উঁচুতে থাকা দৌড়বিদরা শনিবার দুপুরে হঠাৎ খারাপ আবহাওয়ার মুখে পড়েন।’

বাইয়াইন সিটি মেয়র ঝং সুচেন বলেন, ‘ম্যারাথনের ২০ থেকে ৩১ কিলোমিটার অংশে ছিলেন তারা। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। মুহূর্তের মধ্যে শিলাবৃষ্টি ও তুষারপাত শুরু হয়। এসময় ঝড়ো বাতাসও ছিলো। তখন ওই এলাকার তাপমাত্রা অনেক কমে যায়।’

তিনি বলেন, ‘তাদের কাছ থেকে সাহায্যের বার্তা পাওয়ার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয় এবং ১৮ জনের জীবন রক্ষা করা হয়। দুপুর ২টার দিকে আবহাওয়া আরো খারাপ হতে থাকে এবং ম্যারাথন বন্ধ ঘোষণা করা হয়। এরপর সেখানে আরো উদ্ধারকারী দল পাঠানো হয়।’

মেয়র বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এরপরও প্রাদেশিক সরকার এ ঘটনার তদন্ত করবে। এ ঘটনায় আহত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

বাংলাদেশ জার্নাল/এনকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/160701/বৈরী-আবহাওয়ায়-চীনে-২০-দৌড়বিদের-মৃত্যু