বারহাট্টায় বজ্রপাতে কৃষক নিহত

বারহাট্টায় বজ্রপাতে কৃষক নিহত

বারহাট্টায় বজ্রপাতে কৃষক নিহত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের দশধার মান্নান্দা তলা গ্রামে শনিবার বেলা আড়াইটার দিকে বজ্রপাতে মহরম আলী (৫০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে...

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের দশধার মান্নান্দা তলা গ্রামে শনিবার বেলা আড়াইটার দিকে বজ্রপাতে মহরম আলী (৫০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মান্নান্দা তলা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র মহরম আলী বেলা আড়াইটার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে আহত হন। পরিবারের লোকজন মহরম আলীকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করতে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/160690/বারহাট্টায়-বজ্রপাতে-কৃষক-নিহত