ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরো বাড়ল
রবিবার, ৩০ মে, ২০২১
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরো বাড়ল
করোনার সংক্রমণ রোধে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকবে আরো ১৪ দিন।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :: own-reporterকরোনার সংক্রমণ রোধে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকবে আরো ১৪ দিন।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্যর সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আরো ১৪ দিনের জন্য বর্ডার বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।
তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই আপাতত সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে ওই বন্দর দিয়ে এখন পর্যন্ত মাত্র ৮৮ জন ফিরেছেন। সবাই ওখানে কঠোর কোয়ারেন্টাইনে আছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161449/ভারতের-সঙ্গে-সীমান্ত-বন্ধের-মেয়াদ-আরো-বাড়ল