যে উপায়ে কমাবেন ভ্রমণের খরচ

যে উপায়ে কমাবেন ভ্রমণের খরচ

যে উপায়ে কমাবেন ভ্রমণের খরচ

করোনাকালে অনেকের আয় কমেছে। কিন্তু মন তো সেটা মানে না! চাইলে পকেটে থাকা বাজেট দিয়েও ঘুরে আসা সম্ভব। সেক্ষেত্রে ভ্রমণে গেলে কীভাবে খরচের লাগাম টেনে...

ভ্রমণ ডেস্ক

করোনাকালে নিউ নরমাল লাইফে অভ্যস্ত হয়ে পড়ছে সবাই। অনেকে ঘোরাঘুরিও শুরু করেছেন। বিশেষ করে কক্সবাজার, সাজেক ও সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রের সাম্প্রতিক ছবি দেখলেই তা বোঝা যায়।

করোনাকালে অনেকের আয় কমেছে। কিন্তু মন তো সেটা মানে না! চাইলে পকেটে থাকা বাজেট দিয়েও ঘুরে আসা সম্ভব। সেক্ষেত্রে ভ্রমণে গেলে কীভাবে খরচের লাগাম টেনে ধরবেন, সেই উপায় জানতে হবে।

সাতটি উপায়ে আপনি ভ্রমণের খরচ কমাতে পারবেন। জেনে নিন-

১. প্রতি মাসেই কিছু টাকা রাখুন ভ্রমণ খাতের জন্য। এতে টাকা জোগাড়ের চাপ কমবে।

২. একা বা দুজন না ঘুরে গ্রুপ বেঁধে ঘুরুন। এতে মাথাপিছু খরচ অনেকটাই কমে যায়।

৩. অভ্যন্তরীণ রুটে বাস ও ট্রেন ব্যবহার করুন। নতুন অনেক বাস কোম্পানি রয়েছে, যারা টিকিটে অলিখিত ছাড় দিয়ে থাকে। আর বিদেশে যেতে চাইলে ট্রিপের চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেলুন।

৪. বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলো পরখ করে দেখুন।

৫. বিমান যাত্রায় যাতে ব্যাগের ওজনের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে না হয়, সেদিকে খেয়াল রাখুন।

৬. পর্যটনকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করুন।

৭. পর্যটনকেন্দ্রে গেলে বিশেষ কোনো পণ্য না পেলে কেনার প্রয়োজন নেই।

বাংলাদেশ জার্নাল/এনকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/life-style/travel/160921/যে-উপায়ে-কমাবেন-ভ্রমণের-খরচ