১৫ ভূমিহীন পরিবার পেলো জমির মালিকানা

১৫ ভূমিহীন পরিবার পেলো জমির মালিকানা

১৫ ভূমিহীন পরিবার পেলো জমির মালিকানা

নরসিংদী সংবাদদাতা

নরসিংদীতে ১৫ ভূমিহীন পরিবার জমির মালিকানা দলিল পেয়েছে।

মঙ্গলবার নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে জমির দলিল হস্তান্তর করা হয়।

জমির দলিল প্রাপ্তরা হলেন- নরসিংদী সদর উপজেলার অন্তরামপুরের লাল মিয়া, রাহিম মিয়া, ফারুক মিয়া ও কাউছার মিয়া, বকশালীপুর গ্রামের ইউসুফ মিয়া, চরজিতরামপুর গ্রামের ইছহাক মোল্লা, টিডিরচর গ্রামের বাবুল মিয়া, কালাই গোবিন্দপুর গ্রামের জরিনা বেগম ও শেখ ফরিদ, করিমপুরের আমির হোসেন, জগতপুর গ্রামের ছলিম মোল্লা, বগারগোত গ্রামের ইমান আলী, চিনিশপুর গ্রামের শাহানা বেগম, রবিউল ইসলাম ও দোয়ানী গ্রামের নাজিম উদ্দিন।

নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত ব্যক্তিদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া।



নরসিংদী/মাহমুদ/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2tiGN56