ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল ও কুদস ফোর্সের প্রধান কাসিম সোলাইমানি নিহতের পর যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তাদের এই টানাপড়েনের মধ্যে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল ও কুদস ফোর্সের প্রধান কাসিম সোলাইমানি নিহতের পর যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তাদের এই টানাপড়েনের মধ্যে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মিউচিন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন জানিয়েছেন, ইরাকে মার্কিন সেনার উপর তেহরানের হামলার ফলস্বরূপ এ নিষেধজ্ঞা জারি করা করা হয়েছে।

নতুন পদক্ষেপগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে ‘অস্থিতিশীল’ কার্যক্রমে জড়িত ইরানের আট জ্যেষ্ঠ কর্মকর্তা ও মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাকে টার্গেট করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন নিষেধাজ্ঞায় মূলত ইরানের শিল্পখাতকে টার্গেট করা হয়েছে। এছাড়া দেশটির বস্ত্র, খনি, নির্মাণ, ইস্পাত ও লোহা শিল্পের মতো খাতগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

এর আগে ট্রাম্প সরকার বৃহস্পতিবার নিষেধাজ্ঞার হুমকি দিয়ে বলেছিলেন, ইরানের ওপর যে নিষেধাজ্ঞা বহাল আছে তা অনেক কঠোর। কিন্তু এখন এগুলো আরও অনেক বেশি বাড়িয়ে দেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/102876/ইরানের-উপর-যুক্তরাষ্ট্রের-নতুন-নিষেধাজ্ঞা