এ বছর কাজ কমিয়ে দিব: মেহজাবিন

এ বছর কাজ কমিয়ে দিব: মেহজাবিন

এ বছর কাজ কমিয়ে দিব: মেহজাবিন

আমিনুল ইসলাম শান্ত

পিছন ফিরে দেখলে দীর্ঘ পথের মতো পড়ে আছে ২০১৯ সাল। এই পথের ধুলোবালিতে মিশে আছে— ব্যর্থতা, প্রাপ্তি, সুখ-দুঃখ। কিন্তু পিছনে তাকিয়ে থাকলে শুধু এক জায়গায় থেমে থাকতে হবে। অন্য সাধারণ মানুষের মতো সব ভুলে শোবিজ অঙ্গনের তারকারাও সামনে এগিয়ে যাওয়ার ব্রত নিয়েছেন। এ প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

আলাপচারিতার শুরুতেই জানতে চেয়েছিলাম সদ্যবিদায়ী বছরটি কেমন কেটেছে? জবাবে মেহজাবিন বলেন, ‘সব মিলিয়ে খুব ভালো কেটেছে।’ গত বছর চেয়েও পাননি এমনটা হয়েছে কিনা? উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘না, এমন হয়নি। যা চেয়েছি তাই পেয়েছি। বলতে পারেন সবকিছু ভালোভাবেই হয়েছে।’

নতুন বছরের প্রত্যাশা জানিয়ে মেহজাবিন বলেন, ‘নতুন বছরে আরো ভালো মানের কাজ করতে চাই। আশা করছি, এ বছর আরো ভালো ভালো চিত্রনাট্য তৈরি হবে। আমাদের ইন্ডাস্ট্রি আরো নিয়ম মেনে চলবে। আরেকটি বিষয় হলো—গত বছর খুব ব্যস্ত থাকার কারণে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারিনি। এজন্য নতুন বছর কাজ কমিয়ে পরিবারকে সময় দিব। পরিবার নিয়ে দেশের বাইরে  ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

২০০৯ সালে লাক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন মেহজাবিন চৌধুরী। এরপর নাম লেখান অভিনয়ে। তার অভিনীত প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’। নাটকটি পরিচালনা করেন ইফতেখার আহমেদ ফাহমি। পরবর্তী সময়ে অসংখ্য দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন এই অভিনেত্রী।



ঢাকা/শান্ত/তারা



from Risingbd Bangla News https://ift.tt/2styl2W